সাদা শুভ্র তুষারপাতে
ভরছে পথ ও ঘাট
সাবধানে তে পথ চল তাই
যখন আঁধার রাত।

নেই পাতা আর গাছপালাতে
ডালপালা তার সাদা
তুষারপাতে কাঁপন ধরায়
হাত পা যেন বাঁধা ।

কাঠবিড়ালি ঘুরছে দ্বারে
খুঁজছে খাবার তার
পাইনকোন আর বাদাম পেলে
চায় না কিছু আর।

সূর্য এখন দেয়না ধরা
পালিয়ে গেছে দূরে
পাখি এখন গায় না যে গান
মিষ্টি মধুর সুরে।।

রাস্তাগুলো পিছলভারী
চলছে গাড়ী ধীরে
জীবন যেন অতিষ্ঠ তাই
ফিরতে সবার নীড়ে।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন