আমাদের অনেক সময় ছোট খাটো সমস্যা থেকে যার জন্য ইমার্জেন্সিতে যাওয়ার দরকার হয় না, আর এই ছোট খাটো কারণে ডাক্তারের কাছে গিয়ে ২/১ ঘন্টা অপেক্ষা করতেও ভালো লাগে না। যেমন ধরুন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি অর্থাৎ তাৎক্ষণিক ইমার্জেন্সিতে যাওয়া না লাগে তাহলে আপনি নিম্ন লিখিত নাম্বারে ফোন করে ডাক্তারকে আপনার বাসায় আস্তে বলতে পারেন।  ডাক্তার বাসায় এসে দেখে যাবে, তবে ২/৩ ঘন্টা বা তার কম বেশি সময় লাগবে, কিন্তু বাসায় এসে দেখে যাবে। তারা যত ব্যস্ত থাকবে ততো সময় বেশি লাগবে, কিন্তু সমস্যা কি, বাসায় তো আসছে। আমি নিশ্চিত আপনার অনেকেই ইটা জানেন, তবে কিছু কিছু লোক হয়তো নাও জানতে পারেন তাই এই পোস্টি টি দেওয়া।  অফিস খোলা দিনে বিকাল ৪ টার  পর থেকে আসে আর বন্ধের দিনে সকাল ৯ টার থেকে আসে।  আপনি নিম্ন নাম্বারে ফোন করে বুকিং দিতে পারেন।  বুকিং টাইম সকাল ৮টা থেকে রাট ১২টা পর্যন্ত।
এটি OHIP কাৰ্ড, মানে হেলথ কার্ড থাকলে ফিরি। আর যদি OHIP কার্ড না থাকে তাহলে $২৫০ পে করতে হবে এবং এরা শুধু মাত্র কেশ নেন। ৪১৬ ৬৩১ ৩০০০। This number is for Toronto residents. You may get your area’s number going through the link from the picture below.
আট্টাচ্ড ছবিতে আমি বিস্তারিত লিংক দিসচ্ছি।
সবাই ভালো থাকুন।
মুকুল

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন