আপনাদের সবাইকে শুভ বড়দিনের শুভেসছা। পৃথিবীতে চলমান হাজারো সমস্যা এবং আমাদের বেক্তিগত অনেক ঝামেলার মধ্যেও আমরা যেন অন্তত দিনটিকে সামনে রেখে এবং এই দিনের মহত্বকে স্মরণ করে একে ওপরের প্রতি সদয় হই, একে ওপরের সাহায্যে সামর্থ অনুযায়ী এগিয়ে আসি এবং গড়ে তুলি একটি সুন্দর পৃথিবী।
মানুষের জন্য কিছু করতে হলে সব সময় প্রচুর অর্থ-সম্পদ থাকার দরকার হয় না, দরকার হয় বড়ো একটি সুন্দর মনের।
ঈদ, পূজা, বড়দিন ইত্যাদি সময়ে অধিকাংশ সময়ে আমার সৃষ্টিকর্তার কাছে কিছু না কিছু চেয়ে থাকি, সে জীবনের ঝামেলা মুক্তির থেকে শুরু করে যে কোনো বিষয়ে হতে পারে, কিন্তু কিছু দিবো বলে তার কাছে খুব কম সময়েই প্রতিজ্ঞা করি। আমরা অবশই আমাদের মুশকিল আহসানের জন্য তার কাছে প্রার্থনা করবো এবং সঙ্গে সঙ্গে যেন এও বলি যে, আমরা এই আসছে বছরে অন্তত ক্ষুদ্র কিছু হলেও অন্যের জন্য করবো।
বি. মুকুল
টরন্টো

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন