প্যারিস থেকে:-

এই লেখা কাউকে ছোট করার জন্যে নয়,  আমাদেরই সমাজের বাস্তুব চিএ তুলে ধরলাম।

আমার এক বন্ধুর বিয়ে ঠিক হয়েছে  মৌলভী বাজারে, শুনে আরেক বন্ধু বলে উঠল ও ও তুমি গেছ ফগা জেলায় আচ্ছা…..আর একজন পরিচয় পর্ব শেষে আমাকে বলে উঠলেন ওর বাড়ী হলো ভাটী অঞ্চলে বুঝলেন। উনার বাড়ী ছিল সিলেটের সুনামগঞ্জে। এইযে আমাদের একই অঞ্চলের মানুষের মধ্যে এতো তফাৎ এটা কেন??? কে করলো আমাদের এই সর্বনাশ ? কাহারা একই দেশের মানুষের মধ্যে ঢুকিয়ে দিল এই সর্বনাশা বীজ??? নোয়াখালীর লোক ভালো পায়না চাঁদপুরের লোকদের,  সিলেটিরা অন্যান্য অঞ্চলের লোকজনকে বলেন আবাদী নট তাহারা। বিদেশে একই দেশের মানুষের ভিন্ন ভিন্ন পরিচয় যেমন ঐ মেছটা চাঁদপুরের ঐ মেছটা নোয়াখালীর ঐ মেছটা সিলেটের এক জেলার লোক বলেন অন্য জেলার লোক ভালো না। কেন এতো ভেদাভেদ??? এই সংস্কৃতি আর কতো যুগ যুগ চলবে আমাদের এই সমাজে??? কবে আমরা এইসংস্কৃতি থেকে বেরিয়ে আসবো। পাঠকসম্প্রদায় আপনাদের কাছে আমি অধম জানতে চাই। ধন্যবাদ সবাইকে ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন দয়া করে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন