কলতলায় বসে এঁটো থালাবাসন মাঁজছিল চিত্রা।

ষোড়শী মেয়ে মোহিনী, উঠোনের এক কোনে দাঁড়িয়ে , গোমড়া মুখে মাথা নিচু করে, পায়ের বুড়ো আঙুলের নখ দিয়ে মাটি খুদছে। হাক্ দিলো চিত্রা, মায়ের সঙ্গে একটু হাত লাগলে কি শরীর ক্ষয়ে যাবে ? কি করিস্ তুই ওখানটায় ?

ঝাঁঝালো উত্তর দিলো মোহিনী, কুয়ো খুদি, ডুবে মরবো

কাকি , কেমন আছো ? দহলিজ পার হয়ে উঠোনে এসে দাঁড়ায়, পাড়ার কুমুদ ঠাকুরের ছেলে বসন্ত

আশঙ্কায় হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল চিত্রা মনে মনে বললো , ফিরে আয় মোহিনী ফিরে আয় একদিন এমন এক বসন্ত এসেছিলো। ওরকম কুয়ো আমিও খুদেছি ,ঝাপও দিয়েছিলাম। মরণ হয় নি , জীবনভর হাবুডুবু খাচ্ছি কূল হারালাম, চিতা জুটছে না ।।

সবাইকে বসন্তের শুভেচ্ছা ।।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন