চল সখী
চল সখী
Image Source – Google

দোয়েল দোলে পাতার ফাঁকে
শিউলি গাছে কোকিল ডাকে
তবু কেনে রাগ দেখালি?
দিবো আমি গলায় ফাঁসি।

তবু কেনে রাগ দেখালি?
দিবো আমি গলায় ফাঁসি।
চল সখী মন মানাতে
টইটই করে ঘুরে আসি।

আকাশ জাগে বাতাস জাগে
নাচে ডালে চড়াই গো নাচে ডালে চড়াই গো, নাচে ডালে চড়াই,
অমন চোখে চাঁদ জ্বলে
এমনি করি বড়াই গো, এমনি করি বড়াই।

তবু তোর রাগ গেলো না
দিবো আমি গলায় ফাঁসি,
চল সখী মন মানাতে
টইটই করে ঘুরে আসি।

পুঁতির মালা দিলাম পুজোয়
বাটিক প্রিন্ট শাড়ী দিলাম বাটিক প্রিন্ট শাড়ী গো,
খোঁপায় দিলাম রূপার কিলিপ
গলায় পাঁচ-লহরী দিলাম গলায় পাঁচ-লহরী গো।

তবু তোর রাগ গেলো না
দিবো আমি গলায় ফাঁসি,
চল সখী মন মানাতে
টইটই করে ঘুরে আসি।

চল সখী দুইজনাতে
টইটই করে ঘুরে আসি।।

গান : চল সখী
এ্যালবাম : উদ্যান
ব্যান্ড : ভূমি

ডাউনলোডঃ ৪ মেগাবাইট মাত্র

(আপনাদের কারো কোন পছন্দের গানের লিরিক প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে পারেন।)

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন