ObokashA2

গত পর্বে আমরা জেনেছি বিরতি বা অবকাশের অনিবার্য প্রয়োজনীয়তা এবং Air Asia-র স্লোগান এর উদাহরণ দিয়ে বলেছিলাম now everyone can afford to have a vacation and travel। এ পর্বের আলোচনায় থাকছে কিভাবে কোথায় আপনি আপনার অবকাশ যাপন করবেন বা এই যান্ত্রিক জীবন থেকে কিছুটা বিরতি নিবেন। ভ্রমন বা অবকাশের জন্য আপনার কানাডার বাইরে যাওয়ার কোনো দরকার নেই, এমনকি আপনার নিজের প্রভিন্সের বাইরেও যাওয়ার দরকার নেই। তাছাড়া প্রতি বছর আপনি কানাডার বাইরে যেতেও পারবেন না আর তাই এ বেপারে এ লেখাতে আমি তেমন প্রাধান্য দিসছি না। কথা বোলবো অন্টারিও-র মধ্যে কিভাবে reasonable way তে কিছু দিনের জন্য আপনি আপনার অবকাশ যাপন করতে পারেন। এমনকি জাস্ট একদিনের জন্য হলেও শহর থেকে বাইরে কোথায় দিনটা কাটিয়ে আসতে পারেন। অন্টারিও তথা কানাডা যে কত সুন্দর তা আমরা অনেকেই এখনো পুরোপুরি জানি না। রবীন্দ্রনাথ যথার্তই বলেছেন ” দেখা হই নাই চখখু মেলিয়া ঘর হতে দু চোখ মেলিয়া।”

ObokashA3
Toronto থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তরে Algonquin পার্ক এর ভিতরে ছোট্ট একটি লেক। এই পার্কে প্রায় ৫/৬টির মত Campground আছে।গত Fall এ তোলা ছবি।

 

এক সামারে আমরা কএকজন অফিস সহকর্মী মিলে টরন্টো-র উত্তর পূর্ব দিকে ছোট একটি শহর Clayon- এর কাছে Bon Echo Provincial পার্ক এ ক্যাম্পিং – এ গিয়েছিলাম। ওখানে গিয়ে relatively young এবং কানাডাতে জন্ম এক সহকর্মী বলেছিলেন অন্টারিও শহর থেকে এত দুরে এই অরন্যে এত সুন্দর জায়গা আছে তা আগে জানতাম না, এর কারণ হোলো সে কখনো ওই ধরনের জায়গায় যাই নাই যদিও Niagara Falls , Wonderland , লায়ন্স Safari বা Marin land -র মত অনকে জায়গায় গেছেন।

 

Bon Echo Provincial পার্কে আমাদের ২০১৩ ক্যাম্পিং এর সময় তোলা ১ টি ছবি। Mazinow Lake about 100 miters high cliff.
Bon Echo Provincial পার্কে আমাদের ২০১৩ ক্যাম্পিং এর সময় তোলা ১ টি ছবি। Mazinow Lake about 100 miters high cliff.

অন্টারিও তে আছে অসংখ লেক আর ফরেস্ট, আর এই লেক এবং ফরেস্টকে ঘিরে আছে অসংখ cottage , campground , resort , beach, hotel , motel এবং বিভিন্ন ধরণের একটিভিটিস। অধিকাংশ কটেজ সামারে busy থাকে এবং specially জুলাই-অগাস্ট -এ শুধুমাত্র weekly ভাড়া দেয় এবং ভাড়াও অনকে বেশি, তবে group করে যেতে পারলে সেটা এফোর্ড করা যায়। আবার কিছু কটেজ আছে যেগুলি দিন হিসাবেও ভাড়া দেয় তবে এগুলি বুক করতে হলে আপনাকে অনকে আগে থেকেই যোগাযোগ করতে হবে তা না হলে ভাড়াও যেমন বেশি হতে পারে তেমন পাওয়াও দুসাধ্য হতে পারে। resort বা হোটেল/মোটেল গুলিরও প্রায় একই অবস্থা, so plan ahead and have a safe, sound and relaxed সামার ভ্যাকেশন।কটেজ সমন্ধে অনেকেই জানেন এবং অনেকেই যেএ থাকেন। তার পরেও এ বিষযে তথ্য জানতে হোলে ইমেইল-এ যোগাযোগ করতে পারেন।

আমার ভাতিজা মুগ্ধ , সাকিব এবং আরিব, canoeing at Lake of Bays, Muskoka.
আমার ভাতিজা মুগ্ধ , সাকিব এবং আরিব, canoeing at Lake of Bays, Muskoka.

 

মুস্ককার Blue Acres কটেজের একটি ছবি, এরা সামারে দিন হিসাবেও ভাড়া দেয়।
মুস্ককার Blue Acres কটেজের একটি ছবি, এরা সামারে দিন হিসাবেও ভাড়া দেয়।

Campground গুলি ৬ মাস আগে থেকে বুকিং নেওয়া শুরু করে এবং পপুলার campground গুলি ২/১ দিনের মধ্যেই অধিকাংশ বুকিং হোএ যায়। Provincial Campground গুলি সরকার পরিচালিত এবং সস্তা। Private Campground গুলি একটু ছোটো এবং দামও বেশি, তবে এদের availability-ও বেশি। আমি প্রথমত Provincial Campground recommend করি।তারপর reservation না পাওয়া গেলে private -এ যাওয়া যায়। অধিকাংশ Campground-ই লেকের পাড়ে তাই সেখানে fishing এবং boating এর বেবস্থা আছে।

 

tent-trailer ক্যাম্পিং এর একটি campsite এর নমুনা।Presquile Provincial Park, Canada Day, ২০১৩। East of Toronto প্রায় ২৩০km .
tent-trailer ক্যাম্পিং এর একটি campsite এর নমুনা।Presquile Provincial Park, Canada Day, ২০১৩। East of Toronto প্রায় ২৩০km .

আপনার boat বা canoe না থাকলে অসুবিধা নেই reasonable প্রাইস-এ ভাড়া করতে পারেন। Campground- এ আপনি হয় তাবুতে থাকতে পারেন অথবা ট্রেইলার (RV ), টেন্ট-ট্রেইলার বা মোটর হোম এ থাকতে পারেন। এগুলির কোনো কিছুই যদি আপনার না থাকে তাহলে আপনি ভাড়া করতে পারেন। ট্রেইলার (RV), টেন্ট-ট্রেইলার বা মোটর হোম এর মধ্যে ঘরের মত bedroom, kitchen, bathroom, chair, table সবই আছে। নিচের ছবিতে ৪/৫ জন থাকার মত একটি ট্রেইলার এর ভিতরের ছবি দেওয়া হলো ।

Trailer এর ভিতরে বেডরুম এবং সোফা।
Trailer এর ভিতরে বেডরুম এবং সোফা।

 

বন্ধু পুত্র Tamim at rest . Due Lake , ২০১৪ সামার ক্যাম্পিং। টরন্টো থেকে প্রায় ২৫০ km উত্তরে, Muskoka Region-এ
বন্ধু পুত্র Tamim at rest . Due Lake , ২০১৪ সামার ক্যাম্পিং। টরন্টো থেকে প্রায় ২৫০ km উত্তরে, Muskoka Region-এ

এ পর্যন্ত যেকটা family কেই introduce করেছি তারা এতই লাইক করেছেন যে তারা আবারও যাস্ছে। নিচে Campground-এর roofed accommodation এর ১টি ছবি দেওয়া হোলো। যেহেতু এগুলি সব জায়গায় নেই এবং খুবই

কম সংখ্যক তাই অনকে আগে থেকে বুক করতে হবে এবং আপনার campground-র option -ও কমে যাবে। তবে সব Campground-এ বেবস্থা নেই, তাছাড়া tent বা ট্রেইলার set -up এবং এর মধ্যে থাকা অন্য রকম একট মজা।

 

কিছু কিছু Campground -এ এধরনের roofed-accommodation থাকে। এগুলিকে Yurt বলে। একটার মধ্যে ৬জনের মত লোক ঘুমাতে পারে। তবে সব Campground-এ নেই।
কিছু কিছু Campground -এ এধরনের roofed-accommodation থাকে। এগুলিকে Yurt বলে। একটার মধ্যে ৬জনের মত লোক ঘুমাতে পারে। তবে সব Campground-এ নেই।

এবার আশা যাক আপনি কম খরচে বা বিনা খরচে কিভাবে আপনার সামার vacation এর /৩টা দিন কাটাতে পারেন যেমন ধরুন আপনি একটি হোটেল/মোটেল বুক করবেন, আপনি ইন্টারনেট থেকে এড্রেস নিয়ে সরাসরি হোটেল/মোটেল এর সাথে যোগাযোগ করুন, minimum ৫% ভাড়া কম পাবেন, আবার হয়তো ঠিক beach/attraction -এর একদম কাছে না ভাড়া করে ৪/৫ কিলোমিটার দুরে ভাড়া করুন আপনার খরচ কম হবে এবং availability-ও বেশি থাকবে।আপনি mostly হোটেলে/মোটেল-এ থাকবেন ঘুমানোর জন্য তাই beach/attraction এর কাছে-দুরে থাকাটা খুব একটা ম্যাটার করে না যদি গাড়ি থাকে। আবার ২/৩ টা family একসঙ্গে ৩/৪ বেডরুম এর কটেজ অব লজ ভাড়া করে cost share করলে অনেক affordable হবে।২/৩ family একসাথে গেলে মজাটাও অনেক বেশি হয়। Provincial Campground-এ প্রতি campsite-এ ৬ জন এর থাকার অনুমতি আছে, আর private গুলিতে ৪/৫ জন থাকার অনুমতি থাকে। ২/৩ তাবু বা একটি ট্রেইলার এবং একটি তাবু খাটাতে পারেন। বড়ো ট্রেইলার এর জন্য বড় সাইট আছে। কোনো সাইট এ electricity আছে আবার কোনটাতে electricity নেই কারণ অনেকে একেবারে ন্যাচারাল way -তে থাকতে চান। কিছু আছে খোলামেলা আবার কিছু আছে একটু প্রাইভেট, যার যে ধরনের পরিবেশ পছন্দ।

Washroom, Shower ,Toilet এবং Washing Machine-এর সুন্দর বেবস্থা আছে এবং এগুলি নিয়মিত পরিষ্কার এবং রক্ষনাবেক্ষণ করা হয়।

এই ধরনের washroom, shower এবং washing machine এর বেবস্থা Campground-এর ভিতরে প্রতিটি campsite-র walking distance-এ থাকে।
এই ধরনের washroom, shower এবং washing machine এর বেবস্থা Campground-এর ভিতরে প্রতিটি campsite-র walking distance-এ থাকে।

খাবার পানির tap-ও ক্যাম্পসাইট গুলির কাছে থাকে। যেহেতু ৬ জনের মত থাকা যায় তাই ২ টা সাইট ভাড়া করলে অন্তত ২/৩ টা ফ্যামিলি থাকা যায় আর তাতে খরচ অনেক কম হয়। একটি সাইট এর এক রাতের ভাড়া ৩৮-৪০ ডলার এর মত। খাবার দাবার যেটা বাসায় খাওয়া হত সেটা সঙ্গে করে নিয়ে গেলেই তেমন কোনো অতিরিক্ত খরচ হবেনা শুধুমাত্র চা-কফি আর গাড়ির গ্যাস ছাড়া। মোটামুটি ৩০০/৪০০ ডলার এর মধ্যে একটি ফ্যামিলি -র ২/৩/৪ দিনের একটা ভালো ক্যাম্পিং বা ভ্যাকেশন হোএ যাবে। আপনি যদি campground-এ already সেট করা ট্রেইলার, কেবিন , yurt , লজ বা কটেজ অ থাকতে চান তাহলে এ খরচ একটু বেশি হবে তবে তা অবশ্যই আপনার আওতার মধ্যে থাকবে।

কানাডার Southern -Most পয়েন্ট. এখানে ৩টি লেক একসঙ্গে মিলিত হযেছে।nephew মুগ্ধ।Point Peele National Park, Wheatley, on
কানাডার Southern -Most পয়েন্ট. এখানে ৩টি লেক একসঙ্গে মিলিত হযেছে।nephew মুগ্ধ।Point Peele National Park, Wheatley, on

এখন বিনা খরচে কেন বলেছি। কিছু কিছু জিনিস আপনি করে থাকেন যার থেকে আপনি easily বেশ কিছু money সেভ করতে পারেন।আমি আমার এক বন্ধু পরিবারের একটি উদাহরন দিস্ছি কারণ তাদের এবেপারে বাজেট পরিকল্পনায় আমি হেল্প করেছিলাম । TD ইনফিনিটি ক্রেডিট কার্ড থেকে প্রতি বছরে তারা প্রায় ৪০০ ডলার পেতেন দৈননন্দিন খরচে এই কার্ড বেবহার করে (ট্রাভেল পয়েন্ট এর মাধ্যমে )। Costco থেকে গাড়ির তেল কিনে বছরে প্রায় ২০০ ডলার সেভ করেন।ওখান থেকে grocery করে প্রায় আরো ১০০ ডলার সেভ।বাইরে চা কফি কম পান করে, ড্রিংক না করে, স্মোক না করে প্রায় আরো ১০০০ ডলার সেভ করেন। ওই বন্ধু এবং তার স্ত্রী দুজনেই খুব সাধারণ জব করেন। যাহোক আপনার যদি বাইরে বেশি কফি খাওয়া বা স্মোক করার অভ্ভেশ থাকে এবং মাজে মধ্যে ড্রিংক ও করেন তথাপি আপনি উপরোক্ত পদ্ধতিতে যে money save করবেন তা দিয়ে easily প্রতি বছরে ছোটখাটো একটা ভ্যাকেশন করতে পারবেন।এবার বুঝতে পারছেন money অথবা সময় কোনটাই আপনার অন্তরায় হতে পারেনা যদি সদিস্ছা থাকে।

আপনি hourly shift work করলে winter -এ ২/৪ টা শিফট বেশি করেও কিছু অতিরিক্ত money সেভ করতে পারেন।আর আপনি ৬/৭ মাস আগে থেকেই কাজে ছুটির জন্য বলে রাখবেন তাহলে এমন কোনো employer নেই যে আপনাকে ছুটি দিবে না কারণ সেটা হবে Standard Employment Act বিরোধী। এগুলি আমি বললাম extreme কেস এর ক্ষেত্রে। আসলে বছরে ৩/৪ শত ডলার খরচ করা, আর মাত্র ২/৩ দিন ছুটি নেওয়ার মোটামুটি সবারই সামর্থ আছে, কিন্তু অনেকে সঠিকভাবে চিন্তা করেন না এবং ভালো করে তথ্যও জানেন না তাই এটাকে একটু জটিল মনে করেন। কারো কারো আবার ধারণা, বনে জঙ্গলে জীব-জানওয়ার-এর আক্রমন হবে, গভীর অন্ধকার, ভুতুরে এবং পোকা মাকড়ের বাসা। তা আসলে ঠিক না। Campground গুলি তে রাতে ranger-রা পাহারা দেন এবং মাঝে মাঝে পুলিশেরও দেখা মেলে। তাছাড়া সামারে একটি Campground -এ ৫০০ থেকে ৫০০০ এর মত লোক হোতে পারে। মোটামুটি ছোটখাটো একটা গ্রাম মনে হবে।

 

কাম্পে পুলিশের টহল।
কাম্পে পুলিশের টহল।

ক্যাম্পিং এর জন্য টরন্টো থেকে খুব দুরে যওয়া লাগবে না কারণ টরন্টো শহর হোতে ৫০ কিলোমিটার থেকে ৩০০ কিলোমিটারে এর মধ্যে অনেক সুন্দর সুন্দর Campground আছে। টরন্টোর উত্তর, দক্ষিন , পূর্ব এবং পশ্চিম চারিদিকেই Provincial পার্ক Campground এবং অনেক প্রাইভেট campground আছে।Ontario Parks এর website -এ গিয়ে ৬ মাস আগে থেকে আপনি অনলাইন-এ আপনার পছন্দমত campsite reserve করতে পারেন। প্রাইভেটগুলিরও অনলাইন রেসের্ভাতীয়ন সিস্টেম আছে।

বন্ধু মাহবুবের আমাদের ২০১৪-এ Wheatley Provincial পার্কে ক্যাম্পিং এর সময় Lemington Harbor-এ ধরা মাছের গর্বিত প্রদর্শন।
বন্ধু মাহবুবের আমাদের ২০১৪-এ Wheatley Provincial পার্কে ক্যাম্পিং এর সময় Lemington Harbor-এ ধরা মাছের গর্বিত প্রদর্শন।

এখন আপনার যদি গাড়ি না থাকে বা গাড়ি চালানোর লাইসেন্স না থাকে বা কোন গ্রুপ না থাকে তাহলেও বেবস্থা আছে, অনেক Campground-এই পার্ক বাস আছে। আপনি টরন্টো থেকে সমস্ত ক্যাম্পিং সমগ্রী সঙ্গে নিয়ে এই বাস এ চড়ে বসুন, বাস আপনাকে ঝামেলা মুক্ত অবস্থায় Campground -এ পৌছে দিবে। অনেকে আবার গাড়ি থাকা শততেও ড্রাইভ করতে চান না এবং এই বাস এ যান।

ট্রেইলার আপনি ভাড়া করে গাড়ির পিছনে হুক করে নিয়ে যেতে পারেন, সে ক্ষেত্রে আপনার গাড়ির horse-পাওয়ার একটু বেশি থাকতে হবে এবং All Wheel হলে ভালো হয়। আপনি ট্রেইলার ডেলিভারি সার্ভিস সহ ভাড়া করতে পারেন তবে সব Campground-এ এরা আবার সার্ভিস দেয় না। মানুষের কাছে শুনে বা ছবি দেখে যতটা কমপ্লেক্স মনে হয় বাস্তবে তত কঠিন না। প্রকিতির কাছে থাকার এটা একটি বিরাট সুযোগ। আর specially tent-এ থাকা অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে ঘুমাতে একেবারে বাংলাদেশের টিনের চালের ঘরের মত মনে হবে। Campground গুলিতে অধিকাংশই ফ্যামিলি দেখা যায়। আমরা ২/১ বছরের বাচ্চা থেকে সুর করে বুড়ো-বুড়িদের পর্যন্ত দেখেছি Campground গুলিতে। তাই চিন্তার কোনো কারণ নেই আপনি নিজে বা সপরিবারে উপভোগ করুন কানাডার এই সুন্দর সুযোগ এবং নয়নাভিরাম প্রাকিতিক দৃশ্য দেখে মনটাকে একটু চাঙ্গা করুন।

উপরোক্ত বিশয়ের উপর অথবা জাস্ট Day -Trip এ যাওয়ার জন্য কোনো spot এর তথ্য জানতে হোলে নিম্নলিখিত ইমেইল-এ বা প্রবাসীবাংলা ব্লগ-এর মাধ্যমে যোগাযোগ করুন। পরবর্তিতে particularly এক একটি spot এর বিষিয়ে বিস্তারিত লেখা হবে যাতে করে আপনি আপনার পছন্দের স্পট বেছে নিয়ে আপনার সমারটি সুন্দর ভাবে কাটাতে পারেন। অবশেষে আবারও একটি উষ্ণ এবং দীর্ঘ সামারের আশা নিয়ে শেষ কর করছি।

 

মুকুল বি. জামান

কানাডিয়ান সামার এবং আপনার অবকাশ পর্ব – ১ বিরতি বা অবকাশের অনিবার্য প্রয়োজনিয়তা

 

১ মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন