আসা যাওয়া আর কিছু একটা নিরন্তর খুঁজে ফেরা। এই যদি জীবনের মানে হয় তবে প্রশ্ন এসেই যায়, কি খুঁজছি আমরা?
এর উত্তর কি সত্যি আমরা জানি? হয়তো জানি, নয়তো জানিনা।
যদি বলি, জীবনটা খুব সখের একটা নানা রঙের পুতির মালা, প্রতিটি পুতি একটা একটা করে খুব যত্নের সাথে সম্পর্ক নামক সুতোয় বোনা। প্রতিটি পুতি মানেই অনেক কথা, অনেক ভালবাসা,অনেক স্মৃতি। 
সুতোটা পুরনো হলে অথবা নিয়তির হেঁচকা টানে হঠাৎ যদি ছিড়ে যায়, পুতিগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমরা হতদন্ত হয়ে কুড়াতে শুরু করি। সব পুতি কি খুঁজে পাওয়া যায়? না, যায় না।
মালাটাও আর গাঁথা হয় না।
…….সেন্টেটিভ হতে নেই, জ্বালা বাড়ে।
একটা দখিনের জানালা সব মানুষের জীবনে খুব দরকার। মন খারাপের সময়গুলো সেই জানালায় মাথা ঠেকিয়ে দূর আকাশে নিজেকে খুঁজে ফেরা।
শুধুই খুঁজে ফেরা, অর্থহীন খুঁজে ফেরা, তবুও তার মাঝে নিজেকে উপলব্ধির সুখ, নিজের মাঝে নিজেকে বিলুপ্ত করার সুখ।
এ সুখের কোন ব্যাখ্যা নেই।
রহস্যময় পৃথিবীতে অনেক কিছুরই কোন ব্যাখ্যা থাকে না।
……..জীবন অবশেষে হাইওয়ের শেষ প্রান্তের টানেলে ঢুকে পড়ে,
ওয়ান ওয়ে টানেল,
নো এনি এক্সিট ওয়ে,
শুধুই অন্ধকার।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন