নরওয়ে থেকে:-

জীবনে বাবার শুন্যতা মাঝে মাঝে কষ্ট দেয়, আবেগান্নিত করে।
উনিই একমাত্র মানুষ ছিলেন, যিনি পিঠে হাত রেখে বলতে পারতেন, তুমি পারবে ! চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু তোমার মতো করে সর্বোচ্চ চেষ্টা করে যাও। আরো বেশি দৃঢ়, আরো বেশি সংগ্রামী হও।

জীবন অনেক এগিয়ে গেছে,, সময়ের সাথে করে আমিও হেঁটেছি অনেকটা পথ ।
কষ্ট করে হলেও জীবনে অনেক দূর এগিয়েছিও বটে । শক্ত পায়ে, মাথা উঁচু করে হাটতে পারি এখন । তবুও কাঁধে বাবার শক্ত হাতটার খুবই প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল, ভরসা হয়ে কেউ পাশে দাঁড়াবার।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন