নরওয়ে থেকে:-

যতদিন ধরে স্বপ্ন আছে ততদিন ধরে আপনি বেঁচে আছেন, স্বপ্ন নাই, আপনিও নাই। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত প্রায় ৬ ফুট উচ্চতার সুদর্শন সিরিয়ান বংশোদ্ভূত প্যালেস্টানিয়ান আমজাদ আমার ব্যক্তিগত ড্রাইভার ও আমার দোকানের পিজা ডেলিভারি বয় ছিল। পিজ্জা ডেলিভারির সাথে সাথে আমি যেখানেই যাওয়ার প্রয়োজন পড়তো আমজাদ আমাকে নিয়ে যেত, ওর বস হিসাবে আমাকে দেখে শুনে রাখতো , কিন্তু বৎসর খানেকের ব্যাবধানে আমজাদ আজ নিজের এশিয়ান ফুডের দোকানের মালিক এবং আমজাদের তিনটা গাড়ি আছে এবং ওর দোকানে কর্মচারীরা আছে যারা সারাদিন আমজাদের জন্য কাজ করে।
সিরিয়ান যুদ্ধ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত নরওয়েতে ৩০০০০ থেকে ৩৫০০০ সিরিয়ান রেফুজির আগমন হয়েছে , সিরিয়ান রেফিউজিদের ৮০% এখনো ভালো কোনো কাজ খুঁজে বের করতে পারেনি এবং পুরোপুরি নরওয়েজিয়ান সরকারের অনুদানের উপর নির্ভরশীল, যে ২০% সিরিয়ান কাজের মাঝে আছে তারাও তেমন কোনো ভালো কাজের সাথে জড়িত নয়, কিন্তু আমজাদ নরওয়েতে আসবার কিছুদিনের মধ্যেই কাজ খুঁজে বের করে এবং আসে পাশে যা পেয়েছে তাই করেছে এবং কষ্ট করে টাকা জমিয়েছে. ওর একটাই লক্ষ্য ছিল ও নিজের কিছু একটা করবে। ও সফল , ওর দোকানে অনেক কাস্টমারের ভিড় , আমার দোকানের যত শাক সবজি প্রয়োজন হয় সবই আমজাদের দোকান থেকে আসে। বৎসর দুয়েকের ভেতর আমজাদের এই আমূল পরিবর্তনের একটাই কারণ, আমজাদ সপ্নবাদী একজন মানুষ এবং তার স্বপ্নকে সফল করবার জন্য যা যা করবার প্রয়োজন ছিল আমজাদ তা করতে কার্পণ্য করেনি। উষ্ণ খাথার উষ্ণতার ভেতর ডুবে থেকে যা দেখা হয় তা স্বপ্ন নয়। স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমাতে দেয়না। স্বপ্ন দেখুন, স্বপ্নকে সফল করবার জন্য যা যা করা প্রয়োজন তা করবার চেষ্টা করে যান। দেখবেন খুব শীগ্র একদিন আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন। সপ্নহীন মানুষ জীবিত এক ধ্বংসস্তুপ মাত্র। মরার আগে মরবেন না। বেঁচে থাকবার জন্য, জীবনে সুখী হবার জন্য, আপনার যা আছে তা নিয়ে লড়ে যাবেন। সপ্নীল সোনালী দিন আসবেই আসবে। আমি নিজে স্বপ্নবাজ একজন মানুষ, আমি স্বপ্নবাজ তরুণ তরুণীদের ভালোবাসি, শ্রদ্ধা করি এবং নিজের স্বপ্নকে বাস্তবতায় রূপান্তরিত করবার জন্য আমি আমার জীবনের সব কিছু নিয়ে জুয়া খেলি, জীবনের এ খেলায় হারতেও পারি, আবার জিততেও পারি , তবে যারা কঠোর পরিশ্রম করে, যারা এগিয়ে যাওয়ার আগে পর্যন্ত হার মানতে রাজি নয় , তাদেরকে থামানো যোগ্যতা  করো নেই।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন