আমি “আলো” একা বাড়ি থাকি,
আমার মাতাপিতা চাকরি করে মহারাজার বাড়ি,,,,,
– আলো তুমি মহারাজার বাড়ি যাওনা? 
* না।
– কেন?
* ওখানে আলেয়ারা থাকে, তাই আমার ঢোকা নিষেধ। মহারাজ, উজির, নাজির, কোটাল, সিপাহসালার সবাই আলেয়ার প্রেমে পাগল।
তুমি কে গো জানালায় দাঁড়িয়ে এতো কথা বলছো?
হঠাৎ বাইরে শোরগোল শোনা গেলো। আগন্তক দৌড়ে পালালো। আলো জানালায় দাঁড়িয়ে দেখলো দুটি দল লাঠিসোটা নিয়ে আগন্তককে তাড়া করছে,, ধর শালারে মার শালারে,,,
আলো ভয়ে ভয়ে ঘরের বাইরে বের হয়ে দেখলো, অনেক মানুষ জড় হয়ে হাসি হাসি মুখে দুই দলের তামাশা দেখছে।
আলো তাদেরই একজনকে ডেকে জিজ্ঞাসা করলো, ওরা ওকে ধরতে ছুটছে কেন? কে ঐ আগন্তক?
পাশ থেকে একজন অট্টহেসে বললো, ওর নাম “গণতন্ত্র”। দুই দলই ওর জন্ম পরিচয় পাল্টে দিয়েছে, তাই ও পালিয়ে বেড়ায়। কারোর হাতেই ধরা দেয়না।
* নতুন জন্ম পরিচয় কি?
ভদ্রলোক আলোর কানে কানে বললো,,,
People of the government, by the government, for the government.
*** হ্যাপি আসন্ন জাতীয় নির্বাচন।***

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন