স্বাস্থ্যনীতি প্রসঙ্গে

স্বাধীনতার ৪৬ বসন্ত পেরিয়ে এসেছি , অথচ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো স্বাস্থ্যনীতি প্রণীত হয় নি । কোন ডাক্তার কত ফী নেবে, কোন টেস্টের ফী কত, কোন ডাক্তার কতদিন গ্রামে থাকবে ইত্যাদি খুটিনাটি বিষয় স্বাস্থ্যনীতিতে লেখা থাকবে।  এতে সরকার, ডাক্তার এবং রোগী সবাই লাভবান হবে । স্বাস্থ্য খাতের হাজার হাজার নৈরাজ্যও দূর হবে এবং হেলথ সেক্টর কারো কাছে জিম্মি হয়ে থাকবে না ।সম্প্রতি দেশে একটি তথ্যনীতি প্রণীত হয়েছে। এখন আমরা দেশে একটি সমন্বিত স্বাস্থ্যনীতি চাই । এব্যাপারে সবাই সোচ্চার হোন ।
-মোহাম্মদ জয়নুল আবেদীন

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন