আপনি যদি বাংলাদেশী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন এবং এখন টরন্টোতে অবস্থান করছেন কিন্তু কারোনা ভাইরাসের কারনে উদ্ভুত পরিস্থিতির জন্য আপনার স্বল্পকালীন চুক্তিভিত্তিক কাজটি যদি বন্ধ হয়ে গেছে। আর আপনার যদি অন্য কোনো আয়ের উৎস না থাকে , যার পরিপেক্ষিতে আপনার দৈনিন্দন জীবন যাপন বাধাগ্রস্থ হচ্ছে – আপনার পাশে এসে দাড়াবার জন্যে সদা প্রস্তুত “বাংলা স্কুল টরন্টো ” । অন্তত আপনার দৈনন্দিন খাবারের জন্য প্রয়োজনীয় ন্যূনতম দ্রব্যাদির দায়িত্ব গ্রহণে করছেন তারা । জন প্রতি ১টি প্যাকেট বরাদ্দ করা হচ্ছে , যার প্রতিটি প্যাকেটে ১ জন মানুষের ১৫ দিনের ন্যূনতম খাদ্য সামগ্ৰি থাকছে। এটি প্রয়োজনে আপনার কাছে পৌঁছে দেয়া হবে। তবে এই সুবিধা কোনো স্বচ্ছল স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বাংলা স্কুল টরন্টো গত ৩ বছর যাবৎ বাংলাদেশী শিশুদের বাংলা শিক্ষা দানের মাধ্যমে টরন্টোর বাঙালী কমুনিটির সেবা করে আসছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আরো একবার তারা কমুনিটির পাশে এসে দাঁড়াবার জন্য, পরবাসী ব্লগ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলা স্কুল টরন্টোর সকল সদস্যবৃন্দকে।

যোগাযোগ :-
জান্নাতুল ইসলাম – 437 345 6722
স্বপন সরকার – 416 464 4193
পরবাসী ব্লগ email :[email protected]

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন