রেসকোর্স ময়দান,
অতঃপর সরোয়ার্দী উদ্দ্যান।
রাজরাজা, বেনে, বনেদী, জুয়াড়ি 
ঘোড়া দাবড়ে রেসের খেলা খেলতো,
কেউ হারতো,কেউ জিততো,
তবুও তখন ওরা,
ঘোড়াগুলিকে দানাপানি খাওয়াতো।

এখনও ওরা দাবড়ায়,
এখনো ওরা রেসের খেলা খেলে,
এখন আমরা রেসের ঘোড়া,
এখন আমরা সেই ময়দানে দৌড়াই,
মার্কা পিঠে নিয়ে দৌড়াই,
প্রাণ বাজি রেখে দৌড়াই,
মনিবকে জেতাতেই হবে বলে দৌড়াই,

পার্থক্য শুধু একটাই,
ঘোড়াগুলো তবুও দানাপানি পেতো,
আমরা দানাপানি পাইনা,

বরং দিতে হয়।

(ছবি:সৌজন্যে  Deshebideshe )

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন