রাখিনি তো দিনপঞ্জিতে আমাদের সেই দিনকাল
হল না, হয়নি শোনা, না বলা কথা ছুঁয়ে দিল অমানিশার পক্ষকাল ।
ছিলো খোলা আকাশ আর মেহেগণী ছুঁয়ে ঘামে ভেঁজা সবুজ প্রান্তর ,
যা ছুঁয়ে ছিল তোমার আমার আর সকলের অন্তর ।

কোন কথাই বলিনি নিরবতাই পথ ঢেলে দিয়েছিলো শেষ প্রান্ত।
এর পর আর পেছনে ফেরা হয়নি কারও
কেবল বলাকারা উড়ে উড়ে বলেছিলো এ গোধূলী লগ্ন।

যদিও সময় গল্প ধরেই চলে যায় যে গল্প শুধু সাদা কাশফুলে ছোঁয়া
তার সাথে দেখা নেই, কথা নেই , কেন নেই জানিনা ।

(দ্বিতীয় পর্ব)

বলাকারা উড়ে ক্লান্ত হয়ে মিলিয়ে গেল সুদুর আকাশে
তুমি বলেছিলে হয়ত একদিন আমরাও হব ওদের সারথী
নীল শাড়ী খোলা চুল কপালে লাল টিপ
কবিতা তোমার আসেনা ভালো, তবে কবিতার চেয়েও সুন্দর তুমি
বলেছিলে কি?
তবুও অবেলার না বলা কথা হয়নি শোনা আজ ও
কত গল্প কত কথা হয়েছে জমা প্রতিক্ষনে
ওই যে খোলামাঠ , মেহেগনীর শারি
সেখানে উড়ত ভালোবাসার প্রজাপতি
শুধু চেয়ে থাকা শুধু ফিরে দেখা
হয় নি যে আর
শুধুই হেঁটেছি দুজনে
সেই স্মৃতি ময় সবুজ প্রান্তরে ।

(তৃতীয় পর্ব)

তুমি আমি আর সাদা কাশ বন ছিল সেদিন রোদ্রস্নাত
আর মেঠো পথে ছিল রাখাল বালকেরা
সেখানে ছিল এক স্বর্ণ কুটির যার ছিল এক খোলা বারান্দা
নারিকেলের সারি ।

বিষন্ন বিদায় বেলা তুমি হলে নীরব
আর আর পাতার মর্মর শব্দে হৃদয় বিদীর্ণ
না কোন মায়ায় আমি আটকে যায়নি
তবুও উড়ে গেল প্রিয় বলাকারা
অন্তহীন পথের খোঁজে ।

আরোও অনেক দিন হেঁটেছি সেই পথে
চলেছি শুধুই একা , অন্তহীন খুঁজে চলেছি
ভালোবাসার প্রিয় বলাকাদের
সেই অসীম নীলে ।

Free Shipping on ALL cosmetics products!!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন