যাচ্ছে থেমে ঘড়ির কাঁটা
দিচ্ছে সবাই উল্টো হাঁটা।
বয়স যখন যাচ্ছে বেড়ে
ছুটছে সবাই তারচে জোড়ে।
চ্যাটিং ব্যাটিং বাদ দিয়ে আজ জীবনটা যে অচল
তাই তো সবাই যাচ্ছে দূরে ছুটছে জোড়ে
হতেই হবে সফল।
সব পেড়িয়ে উঠতে হবে অনেক উঁচু
যেখান থেকে যায় না দেখা কোন কিছু।
গাড়ী বাড়ি টাকা কড়ি চায় যে তোমার আরো
কেউ যেন না হতে পারে তোমার চেয়ে বড়।
বিদ্যা যদি নাও থাকে কি আসে যায় তাতে
থাকলে টাকা পাবে সালাম দিনে কিংবা রাতে।
এত কিছুর পরেও যখন থামবে দেহ ঘড়ি
সব কিছু ভাই ফেলে যাবে সকল মায়া ছাড়ি।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন