নরওয়ে থেকে:-

বনুয়ার বিলে জল নাই আর ,,-
শীতের আগমনে সব জল মাটিতে মিলেমিশে একাকার ,,
আমার হৃদয়ের উষ্ণ যে প্রান্তর ছিলো ,
ফুলে ফলে ভরা যে বাগানগুলো ছিলো সীমানার কূলঘেঁষে ,
তোমার হারিয়ে যাবার পদাঙ্কধরে তাও বিস্তৃত আজ কোনো এক নীল অজানায় ।

বাসার পাশে লাল, হলুদ যে টিউলিপগুলো আছে ,
ছুঁয়ে দেখতে, ভালোবাসতে ইচ্ছে করে তাদের !
ভালোবাসতে চাইলেও ভালোবাসতে পারিনা কাউকে আর,

জীবনের যে অঙ্গনে যাকেই জড়াতে চেষ্টা করেছি ,
অজানা কোনো এক মায়ার টানে সেই হারিয়ে গেছে হিম কুয়াশায়, শিশিরের শব্ধ ঠেলে কোনো এক মহুয়ার বনে ,,

১৭ বৎসরের দূরত্বে দাঁড়িয়ে তুমি আর আমি,,
উষ্ণ হৃদয়ে অন্তরীণ ১৭ বৎসরের জমে থাকা আমার সকল দীর্ঘশ্বাসগুলো !

ওপারে যদি দেখা হয় আবার,,
দেখা হয়ে যায় যদি কোনো এক ঘোর লাগা সন্ধ্যালগ্নে,-
একটিবার হলেও বলে যেও,,
কেনই বা হারিয়ে গেলে তুমি ??
কি ই বা দোষ ছিল আমার।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন