বৃষ্টি দুপুর পায়ে নূপুর যায় নেচে এক মেয়ে
জল ছুপছুপ ধানের ক্ষেতে কে ওঠে গান গেয়ে!
পুঁটি মাছে দল বেঁধেছে উজান স্রোতে ছোটে
মুখে তাদের কত রঙের গল্প কথা ফোটে!
রেল লাইনে কৈ ছুটেছে উল্টো নিয়ম তার
পানি ছেড়ে শুকনোতে ধায় গলায় কাঁটার হার!
হেঁড়ে গলায় গাইছে চাষী মন ছোঁয়া এক গান
থামছে না রে থামছে না ভাই ভরা ভাদর বান!
এমন সময় ঘর কে থাকে বৃষ্টি ভেজা দিন
হারিয়ে কি ফেলছি তাকে, বাজে ব্যথার বীন!
একটু বৃষ্টি ছোঁব বলে বাড়াই দুটি হাত
স্বপ্নভঙ্গ হতেই দেখি তখন অনেক রাত!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন