বলতে পারো অমন করে হাসো কেন?
সাগর ছঁয়ে বেহেশতি হুর নামছে যেন।
নীরব সাগর স্তব্ধ হয়ে দেখছে তোমায়
চারপাশে যা ছিল সবই গেছে কোমায়।
অমন করে হাসতে পার জানতো যদি
আরো আগে ছুতো তোমায় দূরের নদী।
খোলা হাওয়ায় দাঁড়িয়ে তুমি দেখছ কাকে?
সে যে তোমায় দিবা নিশি কাছে ডাকে।
তোমার চোখে মোনালিসার দৃষ্টি দেখি
মায়ায় ডুবে অমনি আমি কাব্য লেখি।
সাগর তোমায় বলল কিগো কানে কানে?
ভালবাসা ছড়িয়ে দিলে সবাই জানে।
বাতাস ভরা তোমার প্রেমের গন্ধমাখা
দূরের সখা ভাল থেকো স্বপ্নআঁকা।
এমনি করে আবার যদি হয়গো দেখা
নতুন করে শুরু হবে কাব্য লেখা।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন