আর কেঁদনা, মাগো আমার ভয় পেয় না
আমরা আছি হাজার শত ছেলে-
আছি তোমার বীর সেনানী বীরাঙ্গনা মেয়ে।
ভয় পেয়না, আর কেঁদনা বসি ঘরের কোনে।
আশীষ ভরে হাতটা রাখ মাথার পরে
পরাধীনের গ্লানি যেন মুছতে পারি স্বাধীন করে।
রক্ত দেখে ভয় পেয় না, রক্ত দেব আরো
লাল কমলে ভরে যাবে যতেক জলাশয়
লাল গোলাপে ভরে যাবে যতেক লোকালয়
পলাশ ফুলে কৃষ্ণচুরায় আকাশ যাবে ভরে
ভয় পেয় না, মাগো আমার রক্ত দেব বলে।
রক্ত দয়িইে স্বাধীন হব, স্বাধীন হব, স্বাধীন হব।
ভয় পেয় না মাগো আমার, রক্ত দবে ঢলে।ে
আমরা তোমার হাজার শতেক, বীর সেনানী ছেলে
সাজাবো তোমায় মনের মত, বিজয় মুকুট দিয়ে
উঠবে সূর্য রাঙ্গীয়ে আকাশ
বইবে শুধু সুখের বাতাস
দু:খ যাবে ভুলে।
ডাকবে কোকিল কুহু রবে
আঁধার ঘুঁচবে যবে
হাসবে তুমি ডাকবে আমায়
আয় ফিরে আয় ঘরে
আর কেঁদনা মাগো আমার
যদি নাই বা আসি ফিরে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন