দিল্লি থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল গবেষণা-জার্নাল বীক্ষার চলতি সংখ্যায় মুক্তিযুদ্ধ গবেষক, লেখক, সাংবাদিক অপূর্ব শর্মার গবেষণা গ্রন্থ ‘বীরাঙ্গনা কথা’ নিয়ে গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক এই গবেষণা পত্রিকার চতুর্থ বর্ষ, দ্বিতীয় সংখ্যায় ‘বীরাঙ্গনা কথা : মুক্তিযুদ্ধে নারীর অশ্রুত আখ্যান’ শিরোনামে প্রকাশিত হয়েছে এ প্রবন্ধটি। লিখেছেন লেখক, গবেষক আজির উদ্দিন (আজির হাসিব)। জার্নালটি সম্পাদনার দায়িত্বে রয়েছেন প্রফেসর রফিকউল্লাহ খান এবং অমিতাভ চক্রবর্তী। সিলেট অঞ্চলের ১২ জন বীরাঙ্গনার অশ্রুত আখ্যান নিয়ে লেখা অপূর্ব শর্মার গবেষণা গ্রন্থ ‘বীরাঙ্গনা কথা’প্রথম প্রকাশিত হয় ২০ সালে। গ্রন্থটিতে গবেষক আলোচ্য বারোজন নারীর মুক্তিযুদ্ধের দুঃসহ যাতনার কথা সংবেদনশীলভাবে উপস্থাপন করেছেন। সেইসাথে স্বাধীনতা পরবর্তী পরিবার, সমাজে তাদের নিগৃহীত হবার কথাও তুলে ধরেছেন তিনি। জনপ্রিয় বাচিক শিল্পী মুনিরা পারভীন এ গ্রন্থ থেকে আবৃত্তি ও পাঠ করেছেন লন্ডন এবং বাংলদেশে। তাঁর এই গ্রন্থটি দেশ-বিদেশে বিপুল প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে অপূর্ব শর্মা তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, ‘বীরাঙ্গনা কথা : মুক্তিযুদ্ধে নারীর অশ্রুত আখ্যান’ শীর্ষক ২১ পৃষ্ঠার গবেষণা-প্রবন্ধে আজির উদ্দিন নির্মোহভাবে বিশ্লেষন করেছেন গ্রন্থের আদ্যপান্ত। তুলে ধরেছেন একাত্তর ও স্বাধীনতা পরবর্তী বীরাঙ্গনাদের জীবন বাস্তবতার চিত্র। একই বিষয়ে সমকালীন অন্যান্য লেখকের গবেষণার সাথে এর নির্মান কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। এরই মধ্য দিয়ে আমার বেদনাবহ এ গবেষণা কর্মটি সাহিত্যের বৃহত্তর ক্যানভাসে উপস্থাপিত হলো। যা গ্রন্থটিকে অমরত্বের তিলক পরাতে সাহায্য করবে নিঃসন্দেহে। আমি লেখক এবং বীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন