লজ্জা করে হয়নি বলাঃ মাগো তোমায় ভালোবাসি,
যেদিন তুমি শুনতে পেতে, ছিলাম তোমার পাশাপাশি।
তোমার কাছে কম থেকেছি, বাইরে যাবার ভীষণ তাড়া,
আজ তোমাকে খুব প্রয়োজন, ডাকলে তোমায় পাইনা সাড়া।
স্বীকার করা হয়নি মাগো তুমি আমার অনেক খানি,
সেই খেদে খুব কষ্টে ভুগি, অজান্তে বয় চোখের পানি।

সেই জীবনে মিললে দেখা করব স্বীকার অনেক কিছু,
এই জীবনের পাট চুকিয়ে যেদিন নেব তোমার পিছু।

2 মন্তব্য

  1. অসাধারণ আলমগীর ভাই, মন নাড়া দেয়া লেখা. আশা করি এই ব্লগে আরো লিখবেন.

    • আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ মসিউল হাসান।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন