কানাডাতে অনেক বাংলাদেশীই সামারে শাক-সবজি’র বাগান করে থাকেন, তবে সেটা অধিকাংশই বাড়িতে, অর্থাৎ ground লেভেল এ। কিছু লোক তাদের এপার্টমেন্ট এর বেলকনি তে টবের মধ্যে ছোট খাটো বাগান করেন। গ্রাউন্ড থেকে বেশি উপরে বাতাস এবং ঠান্ডা যেমন বেশি তেমন বায়ু ও খুব শুস্ক, এজন্য এখানে সবজি গাছ বেড়ে ওঠা কঠিন। অনেকের দেখাদেখি আমরাও গতবার চেষ্টা করেছিলাম কিন্তু ফলন আনতে ফেল করি। তবে এবার একটু কৌশল পরিবর্তন করে শুধু মাত্র অল্প কিছু গাছ লাগানো হযেছে যার মধ্যে প্রধান হচ্ছে লাউ গাছ । এই ভিডিও চিত্রটি সেই ছোট্ট চেষ্টার অংশ।

3 মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন